Sunday 22 November 2015

নীল বন্ধু

এই চাঁদের হাটে কলঙ্ক রটে যাবে সেইদিন! প্রেমপূজারী কেউ যখন বিদেয় হবে অন্য কোথাও,অন্যকোন গল্পে।সারাটি জীবন আমাকে একাকীত্ব থেকে দুরে ঠেলে রাখা মেয়েটা সেদিন একলা হবে।এমনি রাত দূর করা চাঁদের হাটে সেদিন ক্রেতা-বিক্রেতায় ভরে উঠবে শোকের উঠোন।নিরব কোলাহলে চুপটি একা থাকা হবে কি কারো?
উঠোনজুড়ে বসবে আসর,
কাঁদবে বধূ ভাঙবে বাসর
আর সেই আমি জীবন্ত সজীবতা প্রয়ানে পঁচবো বৈকি! তবুও এই জোছনার দোহাই দিয়ে রাত কাটিয়ে দেয়া যাবে। হাজার-সহস্র রাতের গল্পকথা একনিমিষে উড়াল দেবে অন্যকোন বন্দরে...
নীল বন্ধু এই চাঁদে প্রেম নেই! সত্যি বলছি বিশ্বাস করো কেমন যেন সম্মোহন সম্মোহন লাগে আমার! এ যেন মরণ নেশা! আর কোন একদিন একলা হবার গল্প কোন এক নববধূ'র...