Friday 3 June 2016

নিঃসঙ্গ দেয়াল!

কতটা ভিজিয়েছ মরুপ্রান্তর,
কতটুকু আদ্রতা বুকের ভেতর!
আমি অনিঃশেষ শব্দ শুনেছি,
বুকের ভেতরটায় আওয়াজ পেয়েছি ;
বহু প্রতীক্ষার পরে প্রিয় কেউ আসে উল্লাসে মাতোয়ারা!
মুছে দেয়,বুকে নেয়
যেন এ অন্তিম অনুভব!
বাজ পড়া আহত পাখির মত ডানা ঝাপটায় ফিরে পাওয়া পুলকিত প্রণয়াবিষ্ট শৈশব!
বালিশের কান্না মুছে গিয়ে সফেদ হাসি মুখ লুকিয়ে পড়ে লজ্জায়।
কত কথা বাকী আছে,আমাতে যে ফাকি আছে!
বুঝে নিয়ো মেঘ বরষাত ভিজে হাওয়া ফুলসজ্জায়।
জেগেছে যে পলি চর প্রণয়ুর্বর
সে জেনেছে খেয়ালে...
একাকী মেঘ বালিকা বিরহ ফটো আঁকে নিঃসঙ্গ অম্বর দেয়ালে।
#Itssm96