Sunday 20 March 2016

আমাদের মিডিয়া চুপ!

তাসকিন,সানি নিষিদ্ধ!
আমাদের মিডিয়া চুপ!
আমাদের সিনিয়র খেলোয়াড়
সবাই চুপ।সবাই মটকা মেরে
বসে আছে।আমাদের
সেলিব্রেটি! তারাও চুপ?
আমাদের ; আমাদের মধ্যে এত
ইগো কেন রে ভাই! আমরা
নিজেরাই নিজেকে বড় করে
তুলি সব জায়গায়। ভারতের
দিকে চেয়ে দেখেন তারা
নিজেরা কতটা একতাবদ্ধ!
বলিউড আর ক্রিকেট পাড়া
একসুতোয় গাথা।ভারতীয়রা
নিজের দেশের চামচিকাকে
যতটা আগলে
রাখে,ভালবাসে। আমরা
চামচিকার মত ভারত-
পাকিস্তানকে ভালবাসি!
ভারতকে "রেন্ডিয়া" আর
পাকিস্তানকে "ফাকিস্তান"
বলার মধ্যে কোন গৌরব
নাই,নাই বড় কিছু করে ফেলার
অহমিকা।বিপরীতে
"কাংলাদেশ" শুনতে কেমন
লাগবে বলুন? সমালোচনা করুন
তবে, অপমান করবেন না কোন
দেশকে।অন্যকে ছোট করতে
গেলে নিজেকেই ছোট হতে
হয়।তার চেয়ে নিজের দেশকে
ভালবাসুন,নিজের ভাই-বন্ধু-
পরিবারের প্রতি আস্থাশীল
হোন,সততার চাষ করুন। কাজে
আসবে, দেশ বিশ্বে মাথা
তুলে দাড়াবে।আমরা
আমাদের নিজেদেরকে
নিয়ে তো অহংকারই করতে
শিখি নাই,প্রশংসা করতেই
শিখি নাই,আমরা কিভাবে বড়
হব? আমরা অন্যের গানে গলা
মেলাই,অন্যের সংস্কৃতির
প্রেমে পড়ি। আর আমরা কিনা
দেশপ্রেমিক! ভারতকে ঘৃনা
করে যে স্ট্যাটাস দিচ্ছি
সোশ্যাল মিডিয়ায়, সেই
আমি-আপনিই আপডেড দিচ্ছেন
ভারতীয় অমুক ছবি দেখছেন,
গান শুনছেন।ভারতীয়রা
আপনাদের নমস্কার আদায় করে
নিতে সক্ষম হয়েছে।গত
এশিয়া কাপে বাংলাদেশ
যখন হেরে যাচ্ছিল তখন একজন
প্রবীণ ব্যক্তি আমার সামনেই
বলে বসলেন "কোনেহার জয়
বাংলার হিদু,আর কোনেহার
সোনার পাকিস্তান"(কোথায়
জয় বাংলা,কোথায় সোনার
পাকিস্তান) বোঝেন অবস্থা!
স্বাধীনতার এত বছর পরও আমরা
মন থেকে পেয়ারা
পাকিস্তানকে মুছতে পারি
নাই! আমাদের মধ্যে
দাসত্বপ্রথা এখনো রয়ে
গেছে। আমরা ভারতীয়দের
সাংস্কৃতিক দাসত্ব
করছি,মানহীন পণ্যের চটকদার
বিজ্ঞাপনে তাদের পণ্যের
ক্রেতা হয়ে দাসত্ব করছি!
আমরা ভারতীয় মুভি দেখতে,
নকল করতে পারি শুধু পারিনা
তাদের থেকে দেশপ্রেম
শিখতে! এই জায়গায় আমাদের
অনীহা! আমাদের মন্ত্রী
সাহেব শাহরুখ খানকে
দেখতে মাটিতে বসতে
পারেন,আমাদের নিজেদের
সাংস্কৃতিক প্রোগ্রামে
ভারতীয়দের এনে প্রোগ্রাম
করাই, আমাদের মিডিয়া
ভারতীয় কুত্তা আসলেও
রিপোর্ট করে"ভারতীয় কুত্তার
কি সুন্দর ঘেউঘেউ" "ভারতীয়
কুকুর এর আদি নিবাস তমুক
জেলায়"।
আমাদের সেলিব্রেটিদের
মধ্যে একটা ব্যাপার বিদ্যমান
তারা ভারতের সমালোচনা
করলেও যখন কোন কাজ পায়,
দাদাবাবুদের কদমবুচি করতে
করতে অবস্থা শেষ!
হুমায়ূন আজাদ বলেছিলেন,
"আমি পাকিস্তানিদেরকে
বিশ্বাস করিনা,যখন তারারা
গোলাপ নিয়ে আসে তখনও" আর
আজকের প্রেক্ষাপটে
সেখানে ভারতকে যোগ করে
নিলেই হবে।আমাদের মুখে বড়
বড় কথা না বলে আমাদের
নিজেদের কাজ করতে
হবে,তবেই দেশ এগিয়ে যাবে।
ভারতীয়রা আমাদের
প্রতিবেশি তাদের সাথে
অবশ্যই ভাল সম্পর্ক থাকবে তার
মানে এই না যে, আমরা
তাদের দাসত্ব করবো।আজ
অবস্থা এমন যে, বাঙালী
মানেই ভারতমাতার দাস।কেন
রে ভাই আমরা কি এতই
স্বকীয়তাহীন! আমাদের
নিজস্বতা নেই! আমাদের
অস্তিত্ব কেন সংকটে
থাকবে? অন্যকে অনুকরণ না
করে নিজস্বতাকে সম্মান
দিয়ে কাজে ঝাপিয়ে পড়ুন
শুভ দিন আসবেই...
সোশ্যাল মিডিয়ায়
গলাবাজি না করে
নিজেদের স্ব স্ব কাজে
মনোযোগী হোন বাংলাদেশ
আগাবে ইনশাআল্লাহ!
শুধু ক্রিকেট নয় দেশের সবকিছুই
ভালবাসতে শিখুন,মন দিয়ে
দেশের উন্নতির কথা ভাবুন।
# কাউকে গালি দিয়ে বড়
হওয়া যাবেনা,বড় হতে হলে
কাজ করতে হবে।
আর একটি কথা না বললেই নয়
সততার চাষ প্রয়োজন দেশের সব
সেক্টরে।

No comments:

Post a Comment