Saturday 16 April 2016

স্কুল লাইফ!

দেয়ালে ধূসর চুনকাম,পলেস্তরা খসে পড়ছে! জরাজীর্ণ এক স্তুপ হয়ে দাড়িয়ে আছে এই ভবন। যেন স্মৃতি-বিস্মৃতির এক জীবন্ত মেলবন্ধন।খসে পড়া পলেস্তরার মত জীবন থেকে সময় খসে পড়ে, হঠাৎ ঝাপটা বাতাসের শব্দ আচমকা মনে করিয়ে দেয় এইতো আমি! এইতো সেদিন! চোখের সামনে সব যেন ছবির মতন।শৈশব! সে আজীবন স্মৃতি-বিস্মৃতি আর আবেগের সরাইখানা! গোগ্রাসে শুধু গিলতে থাকি আমরা সবাই।সময়,জীবনের গতিপথ আর আমরা বদলে যাই দেয়ালের খসে পড়া পলেস্তরার মত! তবু জীবন চলতে থাকে অবাধ্য নদীর মত কখনো শান্ত, কখনো অস্থির সর্বগ্রাসী (স্মৃতিখেকো) হয়ে।প্রিয়মুখের চাহনিগুলো পরিষ্কার আয়নার থেকে রুপান্তরিত হয় শীতের আদ্রতা সিক্ত ঝাপসা ছবি! শুধু আলতো পরশে মুছে নিলেই জীবন্ত সব...
#স্কুল_লাইফ

No comments:

Post a Comment