Saturday, 22 August 2015

"রুপকথার গল্প"


আমাকে কেউ রুপকথার গল্প শোনায়নি....
জন্মের কিছুদিন,কিছু মাস,কয়েকটা বছর পরে বলে দেয়া হয়েছে ; তোমার "মা" নেই!
এখানে তোমাকে পথ চলতে হবে একা একা,কাঁদতে হবে, হাসতে হবে সব একা একা!!!
তোমাকে একা থাকতে হবে...
আমার কখনো আহলাদ করে মায়ের কোলে আদরকাড়া হয়নি! মায়ের চোখে ভালবাসার চিহ্ন খোজা হয়নি!
কখনো রাগ করলে কেউ রাগ ভাঙাতে আসেনি....
আমি না খেলে কেউ না খেয়ে থাকেনি.... কেউ থাকে না; না খেয়ে!
সবার মত পরীক্ষার দিনে মাকে পা ছুয়ে সালাম করতে পারিনি, বলতে পারিনি মা! আমার কপালে একটা চুমু দেবে?
আমার জন্য কেউ রাত জেগে সজাগ হয়ে বসে থাকেনি, কখন ফিরবে খোকা!
আমাকে কেউ "খোকন" বলে ডাকেনি অথবা ডাকলেও শোনার সাধ্য নেই!
আমাকে কেউ ভাত মেখে খাইয়ে দেয়না,কিছুকাল কেটেছিল স্বপ্নের মত!
জ্বরের ঘোরে কখনো কোন হাত আমার মাথায় রাখেনি কেউ,অথচ আমি কত করে চেয়েছি!!!
আমাকে কেউ শাসন করেনি,বলেনি "কান ধরে এখানে দাড়িয়ে থাক"!
আমাকে কেউ বলেনি, খোকন! আমাকে একগ্লাস ঠান্ডা পানি এনে দিবি?
আমাকে কেউ বলেনি, বাবা বাড়ি আসবি কখন, আমার তোকে ছাড়া কিছু খেতে ইচ্ছে করে না :-(
আমাকে কেউ বলেনি, ভীষণ শীত পড়ছে! পালোয়ানগিরি দেখাতে হবেনা বলে দিচ্ছি! শীতের কাপড় পরে বের হবি....
আমাকে কেউ আড়চোখে দুষ্টু শাসনে বলেনি, "মেয়েটি কে রে?
আমাকে বলেনি কেউ, একটা লাল টুকটুকে বউ চাই, "আমার পাগলটার জন্য"!
আমাকে কেউ কিছু বলেনি,বলেনা কেউ!
আমার জন্ম একা,পথ চলা একা,কথা বলা একা একা!!!
সবকিছুতেই একা আমি :-) আমার সবকিছুই শুধু আমার একার.........

No comments:

Post a Comment