Wednesday, 26 August 2015

তোমার তুমি, আমার তুমি অথবা তুমি তাহার!!!



আমার আবির্ভাবে তোমার বিবর্তন
খোলা রেখ দুচোখ তোমার, খোলা রেখ মন!
একটু হাসি,একটু জড়তা , একটুখানি ভয়।
আকাশ-বাতাস খোলা রাখতে কে বলেছে হায়!
দেখেছি আমি, বুঝেছি  এ কাব্য হবার নয়,
এ হল পাপ মিশ্রিত ভালবাসা! লজ্জা হারানোর সংশয় (আমার আপত্তি আছে রমণী)
ভেজা শাড়ীর আঁচল, লেপটেছে চোখের কাজল!
আকাশ-বাতাস বন্ধ তোমার, বন্ধ ছিল কি  মন?
এতই যদি তোমাতে তুমি,কিভাবে গেলে পিপাসিত হরিণীর মত ওষ্ঠ-অধর চুমি!
তোমার তুমি, আমার তুমি অথবা তুমি তাহার ,
সত্যি যাহা চক্ষু অগোচর , বলে হলেম চামার(খারাপ মানুষ)

২৭-০৮-২০১৫

No comments:

Post a Comment