Saturday, 12 September 2015

যে জীবন অন্য কারো!

facebook শব্দের পিঠে শব্দ সাজিয়ে লেখা হয় কবিতা,গদ্য,গল্প,উপন্যাস।লেখার প্রতিটি পরতে পরতে ফুটে ওঠে জীবনের না দেখা ক্যানভাস! অস্থির অসহ্য জীবনবোধ একসময় স্থির হয়...
হাতে হাত ধরে ছুটে চলা বহু আকাঙ্খিত দুরন্তপনায় একসময় ছেদ পড়ে।বিচ্ছেদ আর ভালবাসার অর্থপূর্ণ কথকতা একসময় নিরর্থক মনে হয়।এ যেন অন্যজীবন, অন্য কারো হাতে গড়া,অন্য কারো জন্য যেচে মরা! কালের আবর্তে হারিয়ে যেতে তখন আর কোন অভিযোগ বাকি থাকেনা,শুধু নিঃস্পৃহ অভিপ্রায় সব উঠোনের এদিক-সেদিক পায়চারি করে মরে...

No comments:

Post a Comment